নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভূমিহীন পুনর্বাসনের পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে ধর্মপুরে পাকা ঘরের নির্মাণকাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান সাবু, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভাটিরটেক চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজির আহম্মদ, ইউনিয়ন পরিষদ সচিব মো. শহীদুল ইসলাম শহীদ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দুই কক্ষ বিশিষ্ট মোট ৩২টি পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ ঘরের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুত শেষ করা হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। আশা করা যাচ্ছে ১৫ জানুয়ারি ক শ্রেণির গৃহহীনদের ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে।