পটুয়াখালী ৩ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১:৩০ টায় গলাচিপা থানাধীন চিকনিকান্দী ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন দশমিনা থানা বিএনপ, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
এছাড়াও বাদ আছর দশমিনা উপজেলায় বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, দশমিনা উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি ছিদ্দিক আহম্মেদ মোল্লা, সাবেক সহ সভাপতি আলতাফ হোসেন আকন, দশমিনা উপজেলা বি এন পির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লা, আমিন হাওলাদার , আ ন ম বজলু রশিদ, দশমিনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বসার, ছাত্রনেতা নোবেন খান, কিবরিয়া আহমেদ করিম ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
দোয়া ও মোনাজাত পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় দশমিনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বশার বলেন, দশমিনা- গলাচিপায় শাহজাহান খানের শুন্যতা কখনো পূরণ হবে না। দলের বিভিন্ন দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদানের কথা নেতাকর্মীরা শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
উল্লেখ্য, গত বছর ৪ নভেম্বর রাতে পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে গাবুয়া এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন শাহজাহান খান।
পটুয়াখালী একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গত বছর ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুম শাহাজান খান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।