পটুয়াখালী প্রতিনিধি :
মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র) এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা আসনের ২৯ সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা। বিশেষ অতিথি ছিলেন- পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রফেসর মো. আব্দুস সালাম, মো. হুমায়ুন কবির প্রমুখ। সভায় বক্তরা বলেন পুলিশ সবই পারে যদি জনগণ সাথে থাকেন। তবে আবার পুলিশ কিছুই পারেন না যদি জনগণ পুলিশের পাশে না থাকে।
