পটুয়াখালী প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে ২০২১ সালে বই উৎসব পালিত হয়নি। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৭ম শ্রেনী ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ৯টায় বিদ্যালয়ের হল রুমে বই বিতরণ করেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এসময় ৭ম শ্রেনী খ শাখার সহকারী শিক্ষক পবিত্র কুমার হালদার, সাংবাদিক এবং অভিভাবক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ শিক্ষক,অভিভাবক, ছাত্রীবৃন্দ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দীর্ঘ ৩৭০ দিন পরে বিদ্যালয় এসে হাতে নতুন বই পেয়ে আনন্দ উল্লাস ছাত্রীরা।