পটুয়াখালী প্রতিনিধি
আমরা সবাই সোচ্ছার, বিশ্ব হবে সমতা এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে পটুয়াখালীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পটুয়াখালী এর আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সংসদীয় আসন-৩২৯ কাজী কানিজ সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. আফজাল হোসেন। স্বাগত বক্তব্য দেন পটুয়াখালী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহিদা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী। আলোচনা সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধি, এনজিওর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে
ঢাকা প্রতিদি প্রতিবেদক : বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে। পাকিস্তান ছাড়াও মোড়ল কিছু রাষ্ট্র এশিয়ার একটি নয়া দেশের উত্থানকে, ব্যক্তি