পটুয়াখালী প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায় স্থানীয় বধুয়া কমিউনিটি সেন্টারে এর আয়োজন করে পটুয়াখালী জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কৃট্টির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌরসভা চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু, সদর থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির অ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদস্য জেলা বিএনপি বশির আহমেদ মৃধা, খলিলুর রহমান, আব্দুল লতিফ সিদ্দিকী, মনির হোসেন মনির, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিবুর রহমান মনিব, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাবেক ছাত্রদল সভাপতি আশফাকুর রহমান বিপ্লব, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা রুমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলআমিন, জেলা তাতীদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. শফিকুল ইসলাম, জেলা শহিদ জিয়া প্রজন্ম দলের সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক জুনায়েদ ইসলাম রাফী, যুগ্ন সাধারণ সম্পাদক মো. তারেক রহমান ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মানিক প্রমুখ। এসময় জেলা বিএনপির নেতারাসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতারা উপস্থিত ছিলেন। জেলা গণতন্ত্র স্থাপনের লক্ষ্যে বিএনপি সরকারে বিকল্প নেই বলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান বক্তারা।
