শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
যেসব বিষয় রোজাদারদের জন্য গুরুত্বপূর্ণ সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ব্রয়লার মুরগির দাম কমেছে তবে সবজি পেঁয়াজ-রসুনে অস্বস্তি বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলের প্রতি আহ্বান : প্রধানমন্ত্রী জাতীয় মসজিদে ইফতারের সময় রোজাদারের মিলনমেলা খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা আবারো যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জেলেনস্কির বিএনপি ১০ দফা বাস্তবায়নে রমজানেও আন্দোলনে থাকবে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির প্রেসক্রিপশনে চলে বিএনপি : ওবায়দুল কাদের ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১ রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৭৪ জন আগামীকাল ‘গণহত্যা দিবস’ ভয়াল ২৫ মার্চ রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল রোজার প্রথম দিনেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান বিচারিক ক্ষমতা হারালেন বগুড়ার সেই জজ দুধ, ডিম ও মাংসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম উদ্বোধন টাইগারদের ১০ উইকেটের রেকর্ড জয় সবচেয়ে বেশি দামে বিক্রি, ট্রিপল সেঞ্চুরিতে ব্রয়লার মুরগি! পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুক্রবার ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশে এত উন্নয়ন’ যেভাবে আদায় করবেন তারাবিহ নামাজ রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি আগামী শনিবার খোলা থাকবে ব্যাংক পাসপোর্ট অফিসে অনিয়ম বন্ধে আইনজীবীর চিঠি বিদেশে পুতিনকে গ্রেফতারের চেষ্টা হবে রাশিয়ার সাথে ‘যুদ্ধ ঘোষণা’ : মেদভেদেভ মামুন হত্যা মামলার আসামিকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনও সহায়তা চায়নি স্বরাষ্ট্র বিএনপির মধ্যেই সংকট : তথ্যমন্ত্রী এবার জোড়া উইকেট নিলেন তাসকিন, ধুঁকছে আয়ারল্যান্ড অসুস্থবোধ পরে হোটেল রুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব খান

পড়ে গিয়ে ভালোবাসায় ভাসছেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৬:২৯ অপরাহ্ন
‘ঢালিউড কুইন’ খ্যাত অপু বিশ্বাস। (ছবি : সংগৃহীত)

সম্প্রতি স্টেজ পারফর্ম করার সময় পড়ে যান ‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস এবং নিরব এক অনুষ্ঠানে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে ট্রোলের শিকার হতে হয় তাদের। তবে অনেকেই বিষয়টি নিয়ে পজিটিভ পোস্ট দিয়েছেন।

এ দিকে বিষয়টি নিয়ে মোটেও বিব্রত নন অপু বিশ্বাস। তার ভাষ্য মতে স্টেজ থেকে পড়ে শাপে-বর হয়েছে। অপু বিশ্বাস বলেন, ‘স্টেজ থেকে পরে সঙ্গে সঙ্গেই আমরা আবার নাচ শুরু করি। দুর্ঘটনাবশত এটা হয়েছে। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিষয়টি ভাইরাল হয়ে গেছে। এমনকি আমি যেখানে জিম করি সেখানে অনেকেই জিম করেন। সবার সঙ্গে কথা বলা বা আলাপ করা হয়ে ওঠে না। আজ সকালে এক আন্টি আমাকে দেখতে আসেন। তিনি এসেই আমাকে খুঁজছিলেন। তিনি এক সময় শাবানা-ববিতা ম্যাডামদের সিনেমা দেখতেন। পরে শাবনূর আপুর সিনেমাও দেখেছেন। এরপর আর হলে যাননি। আমার সিনেমা সম্পর্কে তার ধারণা নেই। দীর্ঘ আলাপের পরে বললেন, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা ছিলো না। ভালো লাগলো কথা বলো। তোমার সিনেমা দেখতে যাব।’

অপু আরো বলেন, ঈদে আমার ‘লাল শাড়ী’ সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া আমার আর নিববের ‘ছায়া বৃক্ষ’ মুক্তির অপেক্ষায় আছে। নিন্দুকদের কারণে অনেকেই এখন ‘ছায়া বৃক্ষ’ সিনেমাটির নাম জেনেছেন। নতুন করে আলোচনা হচ্ছে। তবে অনেকেই বিষয়টি নিয়ে প্রতিবাদও করেছেন। সত্যি হলো, এখানে আমি বা নিরব কোনো অপরাধ করিনি। দুর্ঘটনা সবসময়ই দুর্ঘটনা। আমার শুভাকাঙ্খীরা আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। কেউ কেউ ফোন করে আমার খোঁজখবর নিয়ছেন- অসুস্থ কিনা? এমন দুর্ঘটনা না হলে কাছের মানুষদের এমন ভালোবাসা বুঝতে পারতাম না। তাছাড়া আমার ভক্তরাও বিষয়টি নিয়ে ভালোবাসা প্রকাশ করে পোস্ট করেছে। পড়ে গিয়ে কিছুটা অপ্রস্তুত হলেও আমি মনে করি এখন ভালোবাসায় ভাসছি।

এদিকে অপু বিশ্বাসকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি লিখেছেন- ‘কত খারাপ আমাদের মন-মানসিকতা। স্টেজে পারফরম্যান্স করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো দুজন শিল্পী। তাদের নিয়ে ট্রল করতে আমরা বাদ রাখি না।’

অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন সোমবার সন্ধ্যায় একটি স্ট্যাটাস দিয়েছেন। ‘জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকটি ঘটনা মনে আছে।’ লেখার পর এক এক করে তিনটি ঘটনার বর্ণা দেন এই অভিনেত্রী।

গত ১১ মার্চ মুন্সিগঞ্জে একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় অপু বিশ্বাসকে কোলে ওঠাতে গিয়ে পড়ে যান নায়ক নিরব। পরে এর কারণ ব্যাখ্যা করেন নিরব। টাইলসে পা পিছলে এই দুর্ঘটনা ঘটে।


এই বিভাগের আরো খবর