ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহ মহানগরের পন্ডিতবাড়ী এলাকায় অবস্থিত শ্রী শ্রী লক্ষী নারায়ণ রাম চন্দ্র বিগ্রহ মন্দিরের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শ্রী অখিল চন্দ্র সরকার। সাধারণ সম্পাদক বিপ্লব সরকার বিল্লুর সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় মন্দির কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ছাড়াও এলাকার অনেকেই অংশগ্রহণ করেন। সভায় আসন্ন দূর্গা পূজা উদযাপন ও মন্দিরের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দূর্গা পূজা উদযাপনের জন্য ৭ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন কমিটি গঠনের বিষয়েও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। কার্যকরী কমিটির সভাপটি অবশেষে এলাকাবাসীর মিলন মেলায় পরিণত হয়। বিপুল সংখ্যক নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। একে অন্যের স্মৃতিচারণ করতে থাকে। এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা মানিক সরকার ও বীর মুক্তিযোদ্ধা এস এন ভট্টাচার্যসহ গণপূর্ত ময়মসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন । প্রতিমন্ত্রী বলেন এই মন্দিরের সঙ্গে এবং এলাকার সঙ্গে তাঁর শৈশব-কৈশোর ও যৌবনের অনেক স্মৃতিবিজড়িত রয়েছে। তিনি বলেন এটি তার জন্ম এলাকা এখানেই তিনি বেড়ে উঠেছেন। প্রতিটি মানুষের সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক সর্ম্পক রয়েছে। নির্বাহী প্রকৌশলীকে মন্দিরের নির্মান কাজ দ্রুত শুরু করে শেষ করার নির্দেশ দেন। নির্মাণ কাজে প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রীর বাল্যকালের বন্ধু বিপ্লব সরকার বিল্লুকে নির্দেশনা দিয়ে বলেন উন্নয়ন কাজে তদারকীতে সকলকেই অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে। কমিটির আলোচনা শেষে প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি বিপ্লব সরকার বিল্লুর পারিবারিক খোঁজ-খবর নেন এবং তার অসুস্থ বৃদ্ধ মাতাকে বাস ভবনে গিয়ে দেখে আসেন এবং তার সুস্থতা কামনা করেন। প্রতিমন্ত্রী বৃদ্ধা কাকির কাছে আর্শিবাদ কামনা করেন।
