ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেছেন, দেশের প্রতিটি ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানীগুলো বিভিন্ন ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে অবদান ও ভূমিকায় আমাদের কোম্পানী শীর্ষে রয়েছে। পলিসিহোল্ডার ও কর্মীবান্ধব কোম্পানী মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। আমাদের কোম্পানীর প্রতিটি কর্মীর নিরলস পরিশ্রমে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী এগিয়ে যাচ্ছে’।
গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত লোকবীমা ডিভিশন টাঙ্গাইল-১ ও ২ অঞ্চলের উদ্যোগে কর্মীসমাবেশের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মীসমাবেশ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মেঘলা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী কর্মকর্তাদের উদ্দেশ্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আরও বলেন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মাঠ পর্যায়ের কর্মীরা যেন তাদের সঠিক মূল্যায়ণটা পায় সেদিকে দৃষ্টি রাখাসহ তাদের কর্মক্ষেত্রে সুবিধা-অসুবিধাগুলো দেখতে হবে। এ ব্যাপারে কোম্পানী সবাইকে সর্বাত্মক সহযোগিতা করবে।
পরে কর্মীসমাবেশে ড্রিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ভূঞাপুর জোন ইনচার্জ মো. তারিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লোকবীমা ডিভিশনের যুগ্ম নির্বাহী পরিচালক মিঞা মো. মশিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লোকবীমা ডিভিশনের সিনিয়র এ.জি.এম মো. বদিউজ্জামান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, ড্রিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ও টাঙ্গাইল নর্থ জোন ইনচার্জ সিরাজুল ইসলাম কিসলু, ঘাটাইল জোন ইনচার্জ মো. কামরুজ্জামান কোমল প্রমুখ।
কর্মীসমাবেশে আরও উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলীম আকন্দ, কার্যকরী সদস্য অভিজিৎ ষোষ, দৈনিক সকালের সময় ও বিডি২৪লাইভ ডটকম’র প্রতিনিধি ফরমান শেখ, ঢাকা প্রতিদিন ভূঞাপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও লোকবীমা টাঙ্গাইল-১ ও ২ অঞ্চল ভূঞাপুর, ঘাটাইল, মধুপুর, কালিহাতী জোনের মাঠপর্যায়ের দেড় শতাধিক উন্নয়নকর্মী ও কর্মকর্তা।
