পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন গতকাল শনিবার উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। (ভরত-হাবিব) ও (মিজান-নাদিম) ২টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি-সম্পাদক সহ ২০টি পদের বিপরীতে মোট ৪১ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। ভোটের মাঠে পর্যাপ্ত পুলিশ সদস্যের উপস্থিতিতে ১০২৯ জন ভোটার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পছন্দের প্রার্থী কে ভোট প্রদান করেন। ভোট শেষে মধ্য রাতে ভোট গননায় চেয়ার মার্কা প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচিত হন ভরত প্রসাদ গোয়ালা, অন্যদিকে মই মার্কা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ নাদিম মন্ডল।
কমিটি নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভপতি পদে তাইজুল ইসলাম, শফিকুল আলম, সহ সাধারণ সম্পাদক পদে ২ জন জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, মাহফুজুল হক ফেরদৌস, কোষাধ্যক্ষ পদে নাজিবুল্লাহ, দপ্তর সম্পাদক পদে আরাফাত হোসেন, সহ-দপ্তর সম্পাদক পদে নাজমুল ইসলাম সোহাগ, সমাজ সেবা সম্পাদক পদে মামুন দেওয়ান, ক্রীড়া সম্পাদক পদে মাহমুদ ফিরোজ কল্লোল, সদস্য পদে জয়নুল আবেদীন, বিদ্যুৎ চন্দ্র বিশ^াস (বিনা পতিদ্বন্দিতায়) ও রাফিউল আলম (বিনা পতিদ্বন্দিতায়), জামিল হোসেন, রাফেউল ইসলাম চৌধুরী, রাজু আহম্মেদ, মেহেদী হাসান, শ্যামা বসাক, মানিক হোসেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন পাঁচবিবি মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল রহমান এবং ব্যবসায়ী জাহিরুল ইসলাম জুয়েল, এসকে আব্দুল হক, রাব্বি চৌধুরী। নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রদান করেন পাঁচবিবি সহকারী পুলিশ সুপার (সার্কেল) ইসতিয়াখ আলমের নেতৃত্বে পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ পলাশ কুমার দেব সহ অফিসারবৃন্দ।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।