নিজস্ব প্রতিবেদক:
পাঁচ শতাধিক ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর শহরের সিও অফিস মোড় থেকে ৫৮০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাবেয়া আক্তার লিজা (২৭) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চড়াইল গ্রামের জেন্ডার আলী শেখের মেয়ে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের সিও অফিস চত্ত্বর থেকে পুলিশ ওই নারীকে আটক করে। এরপর তার দেহ তল্লাশী করে ৫৮০ টি ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।