খুলনার পাইকগাছায় আছিয়া নামে ৩৩ মাসের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। সে উপজেলার লস্কর ইউনিয়নের সরণখালী গ্রামের আলম উদ্দীনের মেয়ে।
জানা যায়, আজ সোমবার সকাল আনুমানিক ১০ টার দিকে উঠানে খেলছিল শিশুটি। এর মধ্যেই কোন এক সময় পুকুরে পড়ে যায়। এরপর খোঁজা খুঁজির একপর্যায়ে তাকে পুকুরের কিনার থেকে ডুবান্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে ভর্তি করার পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু ঘোষনা করেন।
এ ঘটনায় পুলিশ লাশের সুরৎহাল রিপোর্ট করেছে। এছাড়াও থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান।