খুলনার পাইকগাছা পৌর বিএনপির ওয়ার্ড সম্মেলন গঠন উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে পাইকগাছা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসলাম পারভেজ।
এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক সরদার মোহর আলী। সভায় পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান মিজানকে নির্বাচন কমিশনার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রণব কান্তি মন্ডল, প্রভাষক আবু সাঈদ, অ্যাডভোকেট একরামুল হককে সদস্য নির্বাচিত করা হয়েছে। প্রথম পর্যায়ে পৌরসভার ১,২ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা বিএনপির আহবায়ক ও খুলনা-৬ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মন্টু।