খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা -কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, ওসি মোঃ ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মোলঙ্গী, খুলনা জেলা পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রিপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগে নেতা মোঃ খাইরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সংসদ সদস্যের ছোট ভাই যুবলীগ নেতা আলহাজ্ব অহিদুজ্জামান মোড়ল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড: আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, উপজেলা ষোল আনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শুকুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ, যুবলীগ নেতা রেজাউল ইসলাম, আল আমিন বিশ্বাস, কাউছার বাছাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ । দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।