বিনোদন ডেস্ক:
সাবেক নীল ছবির লেবানিজ তারকা মিয়া খলিফা জানালেন, তিনি পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারেন। টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে মিয়া বলেন, আমি আমার জীবন উৎসর্গ করে দিতে পারি পাকিস্তানের জন্য।
মিয়া খলিফার সেই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে, পাকিস্তানিরা বিভিন্ন বিভিন্ন ধরনের কমেন্ট করে। এমনকী মিয়ার পাকিস্তানি ভক্তদের নানাভাবে ভারতীয়দের বিদ্রুপ ও উপহাস করতে দেখা গেছে নেই কমেন্টে।
আসলে মিয়াকে এক পাকিস্তানি ছাত্র জিজ্ঞেস করেছিল, পাকিস্তানের জন্য আপনি প্রাণ দিতে পারবেন?’ মিয়া ওই ছাত্রকে ভিডিওতে উত্তর দেন, ‘আমি পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারি।’ গত সপ্তাহে সৌদি আরবে একটি পাকিস্তানি স্কুলের অনুষ্ঠানে দেখা যায়, পড়ুয়ারা কতটা নিজের দেশকে ভালোবাসে, তা বিভিন্নভাবে বলছিল। একটি ছাত্র স্টেজে উঠে বলে, সে পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারে। এরপরেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
সেই ভাইরাল হওয়া ভিডিও এর ট্রেন্ডে এবার মিয়াও যোগ দিলেন। উল্লেখ্য, নীল ছবির সাবেক এই তারকা তার কাজের জন্য প্রাণনাশের হুমকি পেয়েছেন বহুবার। পরে ২০১৫ সাল থেকে তিনি আর নীল ছবিতে অভিনয় করেননি।
সূত্র : ডেইলি টাইমস পাকিস্তান ও নিউজ এইটটিন।
Generator Supplier in Bangladesh
Diesel Generator,Electric Generator,Ac Generator,Power Generator,
Gas Generator,Mini Generator,
Perkins Generator, Motor Generator etc.
For all kinds of Generator contact with us
http://www.sarkermachinery.com/generator