পিরোজপুরের গন্ডি পেড়িয়ে ঝালকাঠির রাজাপুরের বিভিন্ন স্থানে মেলার লটারীর নামে জুয়ার টিকিট বিক্রি চলছে অবাধে। ‘পিরোজপুর শিল্প ও বাণিজ্য মেলা–২০২৫’ শিরোনামে রাজাপুরের হাট-বাজার, স্কুল, কলেজ এবং হাসপাতাল এলাকাগুলোতে লটারীর জুয়ার টিকিট ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।
বেশ কিছুদিন ধরে রাজাপুর উপজেলার অন্তত ৫০টি স্পটে মাইকিং করে প্রচারণা চালিয়ে “প্রবেশ টিকিট কিনুন, পুরস্কার জিতুন” শিরোনামে টিকিট বিক্রি করা হচ্ছে। এতে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। শুধু তাই নয়, এই প্রবেশ টিকিট বিক্রির আড়ালে বাস্তবে চলছে লোভনীয় পুরস্কারের লোভ দেখিয়ে জুয়ার কার্যক্রম। প্রশাসনের নাকের ডগায় মাইকিং করে বিক্রি হচ্ছে জুয়ার লটারির টিকিট। অথচ, নিরব ভূমিকায় তা দেখছে তারা। নিচ্ছেনা কোনো ধরনের ব্যবস্থা।
জানা গেছে, সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেলার আয়োজকরা এই টিকিট বিক্রি চালিয়ে যাচ্ছেন। রাজাপুরের হাট-বাজার, ক্লিনিক ও হাসপাতাল চত্বরে উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার করে মাইকিং করে বিক্রি করা হচ্ছে এসব টিকিট, যা আইন অনুযায়ী নিষিদ্ধ। স্থানীয়দের অভিযোগ, এভাবে এক জেলার মেলার লটারী টিকিট অন্য জেলায় বিনা অনুমতিতে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। এতে রাজাপুর উপজেলার সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে কিশোর-কিশোরী ও শিক্ষার্থীরা এই জুয়ার ফাঁদে পা দিচ্ছেন প্রতিনিয়ত, যা সামাজিক অবক্ষয়ের আশঙ্কাজনক চিত্র ফুটিয়ে তোলে।
এ বিষয়ে স্থানীয়রা ঝালকাঠি জেলা প্রশাসক ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে এই অবৈধ লটারী ও জুয়ার কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেন।
এ ব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র জানায়,এই লটারির টিকেট রাজাপুরে বিক্রির কোনো অনুমতি নেই। এটা রাজাপুরে বিক্রি করতে পারবেনা। পিরোজপুরের বানিজ্য মেলার লটারির টিকেট রাজাপুরে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।