পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে ১৪ মাদক ব্যবসায়ী বরিশাল রেঞ্জ এর ডিআইজি মো. শফিকুল ইসলামের কাছে আত্মসমর্পন করেছে। এ নিয়ে পিরোজপুর জেলায় আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ীর সংখ্যা দাঁড়ালো ১৭৯। মঙ্গলবার পিরোজপুর জেলা পুলিশ লাইন অডিটরিয়ামে তারা আত্মসমর্পন করেছে। মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, জেলা সমাজসেবার উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার, আলোর পথের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। আত্মসর্ম্পনকারী মাদক ব্যবসায়ীদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এবং সমাজে পুনর্বাসিত করতে সেলাই মেশিন, চা বিক্রির যাবতীয় উপকরণ, রাজমিস্ত্রী কাজের উপকরণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ডিআইজি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালেও বাংলাদেশ পৃথিবীর অনেক দেশকে পেছনে ফেলে প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছে। এ মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করায় তাদের পুনর্বাসিত করা হবে এবং এ অঙ্গীকার তারা প্রতিপালন করলে আমরা তাদের সঙ্গে থাকবো।

১০২ বছরে গৌরবময় ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা প্রতিদিন প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ। জ্ঞান আহরণ ও বিতরণের গৌরবময় ইতিহাস নিয়ে ১০২ বছরে পদার্পণ করলো দেশের