পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শনিবার দুপুরে শহরের পূর্ব চৌরাস্তার মোড়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ, পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার, সাম্প্রদায়িকতা রুখো বীর বাঙ্গালী জাগো এ প্রতিপাদ্য নিয়ে শহরের মূল সড়কে বিক্ষোভ সমাবেশ করা হয়। ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ সভাপতি অতুল চন্দ্র রায়, পূজা উদযাপন পরিষদ সভাপতি ও অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, উপজেলা আওয়ামীল লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পূজা উদযাপন পরিষদ যুগ্ম সম্পাদক অরুন কুমার রায়, সাবেক ইউ’পি চেয়ারম্যান নিরত চন্দ্র অধিকারী প্রমুখ। সমাবেশে বক্তরা সরকারকে সু-দৃষ্টি কামনা সহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ থাকার আহবান জানান।