পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা। অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গনমাধ্যম কর্মী এ সময় উপস্থিত ছিলেন। দুপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
