পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার পৌর মেয়রের ক্ষমতা হস্তান্তর ও নবাগত মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার পর পৌর নবাগত মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন পৌর সচিব হরিপদ রায়। নবাগত পৌর মেয়রের নিকট দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে মেয়রকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, আওয়ামীলীগ, ওয়ার্কার্স, ন্যাপ, জাসদ সহ অন্যান্য নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৯টি ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের বরণ করে নেওয়া হয়। শেষে বৈকাল ৩টায় পৌর অডিটরিয়ামে নবাগত মেয়রকে অভিনন্দন জ্ঞাপন সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নবাগত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি আবু জাহেদ জুয়েল প্রমুখ।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।