রাজশাহীর পুঠিয়ায় হইতে ২৩৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গোপন সংবাদের ভিত্তিতে এটি অভিযান পরিচালনা করেন।
গতকাল বুধবার (২৭ নভেম্বর ২০২৪) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পুঠিয়া থানাধীন রাজশাহী নাটোরগামী হাইওয়ে রোডের শিবপুরহাট কাঁচা বাজারের মোঃ আঃ রহিম এর চাল/আটা ভাঙ্গার মিলের সামনে পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে।
সে সময় ২৩৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল-০১টি, মোবাইল-০২ টি এবং সিম-০৩ টি সহ আসামী ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন মাদক ব্যবসায়ীরা হলেন ১। মোঃ টুটুল (৩২), পিতা- আব্দুল হামিদ, ২। মোঃ আব্দুর রহমান ওরফে তুষার আহমেদ (২৯), পিতা-আব্দুল মালেক, দুজনার গ্রাম বেলপুকুর জামিরা ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে গ্রেফতারকৃত আসামিরা।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, দুই মাদক ব্যবসায়ীকে আমাদের কাছে হস্তান্তর করেছেন র্যাব। পরে তাদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।