নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার চানখারপুলে একটি প্লাস্টিকের গোডাউনে আগুনে লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে। ৬টা ৩২ মিনিটে আগুন নেভায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর দানা মিয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে আগুন নেভায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন : দেশে ফিটনেসবিহীন গাড়ি ৪ লাখ ৮১ হাজার : সেতুমন্ত্রী
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রসঙ্গত, এর আগেও অনেকবার পুরান ঢাকার চকবাজার, ইসলামবাগসহ বিভিন্ন স্থানে প্ল্যাস্টিকের কারখানা এবং গোডাউনে আগুনের ঘটনা ঘটে। এতে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।