কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিভাগীয় শহর রাজশাহীতে পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন। গতকাল পুলিশ সুপারের সম্মানে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতারা।
অনুষ্ঠানে চা চক্রে আপ্যায়ন করা হয় এবং জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন, জয় বাংলা বাহিনী’৭১ এর প্রধান ও প্রবীণ রাজনীতিবিদ কামাল হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী’সহ জেলার অন্যান্য মুক্তিযোদ্ধাবর্গ।
