অনলাইন ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা রুখতে র্যাব প্রস্তুত আছে বলে জানিয়েছেন, সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে র্যাব মোতায়েন থাকবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন র্যাবের মহাপরিচালক।
র্যাব মহাপরিচালক বলেন, সারাদেশ ব্যাপী নিরাপত্তা নিশ্চিত করা হবে। মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্যা মোতায়েন থাকবে। নাশকতা রোধে আমাদের প্রিভেনটিভ প্রেট্রোল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। পূজা উদযাপন উপলক্ষে জঙ্গিরা বা অন্যান্য রাষ্ট্রবিরোধী কাজে কেউ যাতে জড়িত হতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
