পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় সকালে ময়মনসিংহ জারিয়া রেল লাইনের আনসার ভিডিপি ক্যাম্পের দক্ষিনে এবং বালুঘাটা ব্রিজ এর উত্তরে নাটেরকোনা নামক স্থানের রেললাইনের উপর থেকে ৩০ থেকে অজ্ঞাতনামা যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারি মোঃ আবদুল মোমেন জানান সকালের দিকে অজ্ঞাতনামা গলাকাটা যুবকের লাশ রেল লাইনের উপরে পরে থাকার খবর পেয়ে গৌরীপুর পুলিশ ফাঁড়ির পুলিশকে অবগত করেন।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আশরাফ উদ্দিন ভূইয়া জানান খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তে পাটানোর জন্য প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান ট্রেনে কাটা পড়ে বা অন্য কেউ মেরে ফেলে রেখেছে কিনা এখনো নিশ্চিত না।শেষ পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যাযনি। এলাকাবাসী জানান উদ্ধারকৃত ব্যক্তিকে উক্ত এলাকার কেউ চিনেন না বা দেখেন নাই বলে জানান।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফারির অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল হক জানান লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। লাশের পরিচয় জানা যায়নি।