জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে লাগানো হয়েছে অসংখ্য পোস্টার ও লিফলেট। ফলে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের নান্দনিক সৌন্দর্য। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, নতুন ভবনের দেয়াল,ভাষা শহীদ রফিক ভবন, গণিত ভবন ও ক্যাফেটিরিয়ার দেয়ালে লাগানো হয়েছে রাজনৈতিক, নিয়োগ বিজ্ঞপ্তিসহ নানা ধরনের পোস্টার ও লিফলেট। ঝুলানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যানার। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রবেশ পথের দুই পাশে লাগানো হয়েছে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, উন্মুক্ত পাঠাগার, কলাভবন, সামাজিক বিজ্ঞান বিভাগ ভবন, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান ভবনের দেয়াল ও ছেয়ে আছে অসংখ্য পোস্টারে। পোস্টার, লিফলেট লাগানোর জন্য বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর, কেন্দ্রীয় মসজিদের সামনে ও সাইন্স ফ্যাকাল্টিতে মোট তিনটি বোর্ড থাকলেও তা কোন কাজে আসছে না। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী বাবুল মিয়া বলেন, ক্যাম্পাসের দেয়ালে পোস্টার ব্যানার বা লিফলেট লাগানোর ক্ষেত্রে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। আমরা কাউকে লিফলেট বা পোস্টার লাগাতে দেখলে বাঁধা দেই। তবে অনেকেই রাতের বেলায় পোস্টার লাগায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ক্যাম্পাসের দেয়ালে পোস্টার বা লিফলেট লাগানোর অনুমতি কারো নেই। আমরা পরিচ্ছন্নকর্মীদের নির্দেশ দিয়েছি ক্যাম্পাসের দেয়াল থেকে যাবতীয় পোস্টার ও লিফলেট অপসারণ করার জন্য।