রফিকুল ইসলাম, কুড়িগ্রাম থেকে
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম ছড়ার পাড় এলাকায় এক প্রভাবশালীর পুকুর খননের কারণে রাস্তা ভেঙে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। সরেজমিন ঘুরে জানা যায়, উলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম ছড়ার পাড় এলাকায় মৃত মহিন্দ্র মন্ডলের ছেলে অনিল চন্দ্র মন্ডল নিজের প্রভাব খাটিয়ে জনমত উপেক্ষা করে আনুমানিক ৩০ শতক জমির উপর রাস্তার পাশে একটি পুকুর খনন করে। অবৈধভাবে পুকুর খনন করার কারণে প্রতিবছর বন্যার সময় পুকুরের পাড় ভেঙে রাস্তা বিলীন হয়ে যাচ্ছে। দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম ছড়ার পাড় এলাকায় পুকুর সংলগ্ন রাস্তা দিয়ে দাশ পাড়া, মাঝি পাড়া, হাজি পাড়া, ছড়ার পাড় এলাকার প্রায় ৩ হাজার লোকজনের চলাচল। কিন্তু পুকুরের পাড়ের সঙ্গে রাস্তা ভেঙে যাওয়ায় ওই এলাকার ৩ হাজার লোকজনের চলাচলের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এঘটনায় এলাকাবাসী বারবার পুকুরের মালিক অনিল মন্ডলকে পুকুরের পাড় সংস্কার তাগাদা দিলেও তিনি তা কর্ণপাত না করে নিজের প্রভাব বিস্তার করে আসছেন। এলাকাবাসীর পক্ষে জহুরুল ইসলাম, ফরিজ উদ্দিন, লানজু মিয়া, নওশাদ ডাক্তার, রহিম বকস, আবুল হাশেম সহ আরো অনেকে পুকুরের পাড় সহ রাস্তাটি পুনরায় সংস্কারের জন্য প্রশাসনের বিভিন্ন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

আফগানিস্তানকে এক কোটি টাকা মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ
ঢাকা প্রতিদিন অনলাইন || রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে বর্তমানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের