বিনোদন ডেস্ক : অভিনেতা আমির খানের কন্যা ইরার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মিউজিক কম্পোজার, প্রযোজক ও সংগীতশিল্পী মিশাল কৃপালানির প্রেম নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
জানা গেছে, আমির খানের ফিটনেস প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইরা!
নূপুর শিখরের ইনস্টাগ্রামে থেকে ইরা খানের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। খবর জিনিউজের
ছয় মাস ধরে নূপুর শিখরের সঙ্গে ডেট করছেন ইরা খান।
জানা যায়, লকডাউনের মাঝেই ওই দু’জনে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
মহাবালেশ্বরে আমির খানের বাগানবাড়িতে দু’জনকে সময় কাটাতে দেখা যায়।
উৎসবের মৌসুমে একসঙ্গেই ছিলেন ইরা খান ও নূপুর শিখর।
এমনকি নুপূরের সঙ্গে মা রীনা দত্তকেও পরিচয় করিয়ে দিয়েছেন ইরা।
তারা দু’জন একে অপরের সম্পর্কে সবকিছু জেনে বুঝে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান বলে জানা যাচ্ছে।
এর আগে ইরা প্রথমে মিশাল কৃপালিনীর সঙ্গে সম্পর্কে জড়ান।
প্রায় দুই বছর ধরে সম্পর্কের পর অবশেষে মিশাল কৃপালিনীর সঙ্গে বিচ্ছেদ ঘটে ইরা খানের।
মিশাল কৃপালিনীর সঙ্গে বিচ্ছেদের পর তা স্পষ্টভাবে জানিয়ে দেন আমির-কন্যা।