বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু ছাগলকাণ্ডের মতিউর নয়, বিতর্কিত সব কর্মকর্তাকে ধরা হবেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারে অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার, ঢামেকে ভর্তি যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি শিগগিরই: কাতার উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন বৃহস্পতিবার মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ডেসটিনি’র এমডিসহ ১৯ জনের ১২ বছর করে কারাদণ্ড সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩টি রিসোর্ট পুড়ে ছাই টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিবৃতি আ.লীগ নেতা নাছিমের বিবৃতি, নেতাকর্মীদেরকে ‘বীর’ দাবি প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন ‘সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী’ যা জানা গেল হত্যাচেষ্টা মামলায় সালমান-পলক চার দিনের রিমান্ডে অবশেষে টিউলিপের পদত্যাগ দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার মানুষ চায় জনগণের সরকার : আমিনুল পাকিস্তান থেকে আতপ চাল আমদানির চুক্তি স্বাক্ষর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যকর ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে মামলা বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক নির্বাচিত সরকার ছাড়া দেশের অবস্থার উন্নতি হবে না : বরকতউল্লাহ বুলু বিএমডিএ’র সদর দপ্তরে দুদকের অভিযান, নথি তলব সন্তানদের নিয়ে পৃথিবীতে আরও বেঁচে থাকতে চান হুরে জান্নাত ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার কামিন্সকে পেছনে ফেলে ডিসেম্বরের আইসিসি সেরা বুমরাহ শীতকালীন নানা ধরনের মজাদার পিঠা বানাবেন যেভাবে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘একদশ চার ১৪তে পুণ্যভূমি’ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ঘুষ লেনদেন: হাতেনাতে আটক পাসপোর্ট অফিসের কর্মকর্তা শেরপুরে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে ‘রাজকুমার’, তৈরি করবে নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন

গেল বছর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন এক মাইলফলকের সৃষ্টি করে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। হিমেল আশরাফের পরিচালনা ও আরশাদ আদনানের প্রযোজনায় একের পর এক রেকর্ড ভেঙেছিল ছবিটি।

‘প্রিয়তমা’য় সাফল্যের পর এই জুটি আরও একবার শাকিব খানকে নিয়ে শুরু করেন নতুন সিনেমার নির্মাণ। যার নাম ‘রাজকুমার’। গত বছরের ১২ ডিসেম্বর সকালে ঢাকায় শুরু হয় প্রথমদিনের শুটিং। এরপর ধাপে ধাপে পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবন, ভারত ও আমেরিকায় গিয়ে শেষ হয় সিনেমার নির্মাণ। বর্তমানে চলছে শেষ ধাপের কাজ।

এরই মধ্যে শনিবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নির্মাতা হিমেল আশরাফ জানালেন, ‘রাজকুমার’ সিনেমা প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে। বাংলা চলচ্চিত্রে তৈরি করবে নতুন এক ইতিহাস।

হিমেল তার স্ট্যাটাসে লিখেছেন, ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবন, ভারত ও আমেরিকায় শুটিং শেষ করে, রাজকুমার শুটিং এর পাশাপাশি এখন কাটাকাটির টেবিলে আছে। এমন লোকেশনে, এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধুমাত্র নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে। যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল ক্রু কাজ করেছেন, সাথে বাংলাদেশের টিমতো ছিলই।

এই পরিচালক আরও বলেন, বাংলাদেশের স্বনামধন্য চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় হোম এলোন, জন উইক ২, স্পাইডার ম্যানের মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন রাজকুমার সিনেমায়। একটা গানের সুন্দর চিত্রায়ণের জন্য মুম্বাইর আদিল শেখের মতো বিখ্যাত কোরিওগ্রাফিকে আমরা নিউইয়র্ক নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাই, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খল নায়ক ও ফাইটারদের।

রাজকুমার সিনেমার গান প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে উল্লেখ করে হিমেল বলেন, প্রিন্স মাহমুদ, আকাশ, আর্জিন, সাজিদের সাথে এবারে গান আছে এই সময়ের ইমন চৌধুরীর। ও প্রিয়তমা গানের টিমের এবারো একটি প্রেমের গান আছে যা নিশ্চিতভাবে প্রিয়তমা গানকে ছাড়িয়ে যাবে। ইমন চৌধুরীর গান পাগল করবে সাধারণ তরুণদের। আর প্রিন্স মাহমুদের গান আবেগে ভাসাবে, ডোবাবে, ভাবাবে…।

প্রিয়তমা খ্যাত এই নির্মাতা বলেন, গান, লোকেশন, অভিনেতা অভিনেত্রীসহ এমন কিছু চমক আছে যা সিনেমা হলে আসলেই চমকে দিবে সবাইকে। এমন কেউ এখানে অভিনয় করছেন যা অবাক করবে দর্শকদের।

সবশেষ শাকিব খান ও আরশাদ আদনানকে ধন্যবাদ জানিয়ে হিমেল আশরাফ বলেন, শাকিব খান তার সেরাটা দিয়েছেন এই সিনেমায়। আরশাদ আদনান সর্বোচ্চ বাজেট দিয়েছেন রাজকুমারের জন্য। ধন্যবাদ আরশাদ আদনান, শাকিব খান ও রাজকুমার টিমের সকলকে, যাদের ইচ্ছায়, চেষ্টায়, পরিশ্রমে আমরা এমন একটা সিনেমা বানাতে পারছি যেটা বিশ্ব সিনেমার বাজারে আমাদের সিনেমাকে একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে।

‘রাজকুমার’ সিনেমা ‘প্রিয়তমা’কেও ছাড়িয়ে যাবে উল্লেখ করে এই পরিচালক বলেন,  প্রিয়তমা সিনেমার ঘোষণা দিতে গিয়ে লিখেছিলাম প্রিয়তমা আসছে, ইতিহাস বদলে দিতে। প্রিয়তমা বাংলা সিনেমার অনেক ইতিহাস নতুন করে লিখিয়েছে। আজ বলে যাই, রাজকুমার প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়েও অনেক দূর যাবে…। বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার দিয়ে।

প্রসঙ্গত, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।


এই বিভাগের আরো খবর