অদ্য ০৩ জানুয়ারি ২০২১ তারিখ মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ফতুল্লা লঞ্চঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এম ভি ইয়াদ-৩ (বরিশালের পাতারহাট থেকে ঢাকা সদর ঘাট গামী) নামক যাত্রিবাহী লঞ্চ থেকে ১,২০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য ৩,৬০,০০০ টাকা মাত্র। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় ২৭ টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভ‚ক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি