মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে গতকাল বুধবার চিনিকলের প্রধান ফটকে শ্রমিক কর্মচারীদের উপস্থিতিতে চিনিকল বন্ধ প্রক্রিয়া করার প্রতিবাদ, বকেয়া বেতনভাতা, আখের মূল্য, মজুরী কমিশনের বকেয়া টাকা, অবসরদের গ্যাচুইটির পাওনার দাবিতে গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে গেট মিটিংিয়ে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কাজল বসু,সহ সভাপতি মনিরুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক আঃ বারিক,অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু প্রমুখ। গেট মিটিং শেষে বেলা ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আপনাদের পাওনা টাকা দাবি করা যুক্তিসংগত। খুব দ্রুতই আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হবে।
