ফুলবাড়িয়া পৌর জামায়াত ইসলামী উদ্যোগে কর্মী সমাবেশ ৩০ শে মে শুক্রবার বাদ মাগরিব আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া পৌর জামায়াত ইসলামীর সভাপতি মোঃ মোফাখখারুল ইসলাম শিবলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ফজলুল হক শামীম, কর্ম পরিষদ সদস্য মোঃ আব্দুল মজিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ফুলবাড়িয়া উপজেলা সভাপতি মোহাম্মদ মীর জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মোঃ ইমান আলী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আহ্বায়ক চান মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ ওসমান মিয়া সহ পৌর জামায়াত ইসলামীর প্রত্যেক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মীবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন মোঃ মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক পৌর জামায়াত ইসলামী।
এসময় প্রধান অতিথি মুহাম্মদ কামরুল হাসান মিলন কর্মীদের উদ্দেশ্য বলেন আমরা সবাই কর্মী কেউ নেতা নই। ইসলামের প্রচার প্রসারের জন্য আপনাদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে এখন থেকে আরও অধিক পরিশ্রম করতে হবে। প্রত্যেক পাড়া মহল্লায় ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। জামায়াত ইসলামীর মাধ্যমে ইসলামী সমাজ তথা রাষ্ট্র গঠন করতে পারেন।