ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি বিদ্রোহী প্রার্থী আবুল ফজল মঙ্গলবার বিকাল ৪.৪০ মিনিটে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইঞ্জিনিয়ার মুস্তফা কামাল। ফলে পৌর নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী হিসাবে চাঁন মাহমুদ ভোটের মাঠে রয়ে গেলেন। অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগে বিদ্রোহী হিসাবে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং ওয়ার্ড আ’লীগের সদস্য গোলাম কিবরিয়া সেলিম (ভেন্ডার সেলিম) নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। ভোটের মাঠে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী সহ নৌকা, ধানের শীষ, হাতপাখার পাঁচ প্রার্থীর লড়াই হবে। আবুল ফজল বলেন, দলের স্বার্থে এবং দলের সিদ্ধান্ত মেনে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি।
