ময়মনসিংহ অফিস : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নিউগী কুশমাইল ঈদগাহ সংলগ্ন মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা প্রতিদিন ও ডেইলি নিউজ মেইল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনজুরুল বারী নয়ন। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফুলবাড়ীয়ার বিশিষ্ট আলেম মুফতি মাওলানা মো. সালাহ উদ্দিন।
শুক্রবার বাদ জুম্মা মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউগী কুশমাইল ঈদগাহ সংলগ্ন মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ঢাকা প্রতিদিন ও ডেইলি নিউজ মেইল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনজুরুল বারী নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুশমাইল ইউপি চেয়ারম্যান মো. শামসুল হক। অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. এমদাদুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মুফতি ফখরুল কবির রাসেল, সাপ্তাহিক ফুলখড়ি সম্পাদক মো. নূরুল ইসলাম, মো. আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য মো. নূরুল ইসলাম, মো. আবুল কালাম, সাবেক প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, মো. আলাউদ্দিন মেম্বার, মো. আব্দুল বাতেন দুলু প্রমুখ।