ফেনীতে ইসলামী যুব আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, যুব আন্দোলমের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আবদুজ জাহের আরেফী ইসলামী আন্দোলনের জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া ও সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া।
সম্মেলনে বক্তারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখার বিজয় নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।