ফেনীতে শতাব্দীর ভয়াবহ বন্যায় সুপেয়পানি সংকট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জেলাজুড়ে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে ৬টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু রয়েছে। এতে যে কেউ বিনামূল্যে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে। এছাড়াও জেরিকেনের মাধ্যমে ট্রিটমেন্ট প্লান্ট থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করে বিভিন্ন স্থানে পৌছে দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পানিবন্দি মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করে যাচ্ছে। একটি ট্যাবলেট দিয়ে পাচ লিটার পানি বিশুদ্ধ করা যায় যেটি ৪৮ ঘন্টা পর্যন্ত ভালো থাকে। ইতোমধ্যে প্রায় ১৭ লক্ষ পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত এ ট্যাবলেট পর্যাপ্ত মজুদ রয়েছে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনীর চলমান কার্যক্রমসমূহ নিম্নরুপ :
১. পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট : বিতরণ-১৭ লাখ।
২. পানি রাখার জেরিক্যান (১০ লিটার) : বিতরণ-১০০০০
৩. হাইজিন কিট : বিতরণ-১২০০টি
৪. মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট : ৬টি চলমান আছে।
৫. ভাসমান ল্যাট্রিন ৮টি
৬. বিøচিং পাউডার বিতরণ : ১০০০ কেজি
৭. টিউবওয়েল ডিসিনফ্যাকশন- চলমান
৮. টিউবওয়েল মেরামত- চলমান
৯. ল্যাট্রিন মেরামত- চলমান
১০.অস্থায়ী ল্যাট্রিন নির্মাণ-চলমান।
এছাড়া বন্যা ও দুর্যোগকালীন নিরাপদ পানি সংগ্রহ, ব্যবহার, নলকূপ জীবানুমক্তকরণ এবং স্যানিটেশন বিষয়ক জন সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান আছে।
ফেনী জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক ঢাকা প্রতিদিনকে জানান, টীম ওয়ার্কের মাধ্যমে আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এতে পানিবাহিত রোগ থেকে মানুষজন রক্ষা পাবে বলে তিনি মনে করেন।