ফেনী প্রতিনিধি:
ফেনীতে করোনাভাইরাসের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হচ্ছে। গ্লোবাল লিংক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার রোডস্থ ওয়াপদা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা। পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এস জে আলম জানান, অন্যান্য জেলার মত আমরা ফেনীতে শুরু করতে যাচ্ছি শিল্প ও বাণিজ্য মেলা। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ফ্যামিলি বন্দী হয়ে থাকা ছেলে-মেয়েদের কথা বিবেচনা করে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে, নিরাপত্তা ব্যবস্থা করে এবার মেলার আয়োজন করতে যাচ্ছি। ইতোমধ্যেই মেলার প্যান্ডেলের কাজ সম্পূর্ণ শেষ পর্যায়, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি আছে। বিভিন্ন পণ্যের ৮০টি মত স্টল ও শিশুদের বিভিন্ন রাইড স্থান পেয়েছে। এ ছাড়া মেলার নিরাপত্তার জন্য পুলিশ বক্স, সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসে সুন্দর পরিবেশে কেনাকাটাসহ ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান কমিটি।
