ফেনীতে শতাব্দীর ভয়াবহ বন্যায় বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে ১০নং ওয়ার্ড পৌর স্বেচ্ছাসেবক দল।
আজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের মুনির উদ্দিন ভূঞা দারোগা বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পেইনে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট ডা. শাহ সিরাজ মামুনের নেতৃত্বে দশজন বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্রে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী দেয়া হয়।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেনী পৌর শাখার আহবায়ক মজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে ব্যবস্থাপত্র প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা: মো. মেশকাত শরীফ ভূইয়া ও ডা: ফারহান ফুয়াদ, হলি ফ্যামিলি হাসপাতালের ডা: তাসনীমুল ইসলাম আবীর।
এর আগে সকালে এ ক্যাম্পেইনের কার্যক্রম যৌথভাবে উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন। এ সময় দারোগা বাড়ী জামে মসজিদের সভাপতি মাওলানা আবদুস সাত্তার, মক্তব কমিটির সেক্রেটারী জসিম উদ্দিন ভূঞা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা ওমর ফারুক ও স্বপন, মাষ্টার শহিদুল আলম, ফার্মাসিস্ট আজিজুর রহমান মজুমদারসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা নিতে আসাদের মধ্যে ডায়রিয়া, চর্মরোগ, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এদের অধিকাংশ ছিল বয়স্ক, মহিলা ও শিশু।