কোটা আন্দোলন ইস্যুতে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলার সর্বস্তরের প্রায় ৫০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এর পরিমাণ আরও বাড়বে বলে তিনি জানিয়েছেন।
এ সময় ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও জেলা আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।