ফেনী জেলা জামায়াতে ইসলামীর নব নির্বাচিত আমির মুফতি আবদুল হান্নানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে শহরের আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত রোকন সম্মেলনে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম।
সদ্য সাবেক জেলা আমির একেএম শামছুদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা অঞ্চল টিম সদস্য নজরুল ইসলাম খাদেম ও মাওলানা আলাউদ্দিন প্রমুখ। প্রধান অতিথি মাওলানা এটিএম মাছুম বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আদর্শিক রাজনৈতিক দল। দেশব্যাপী জামায়াতে ইসলামীকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে সারা দেশে মহানগর, জেলা পর্যায়ে নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশ ও জাতির জন্য বৃহৎ পরিসরে কাজ করতে হবে।
এটিএম মাছুম বলেন, জামায়াতে ইসলামীর রোকন ভাই-বোনদের ভোটে নির্বাচিত সারা দেশের আমিরদের নাম আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন। তিনি নিজেও শপথ পাঠ করাচ্ছেন এবং তার মনোনীতি প্রতিনিধিরাও শপথ বাক্য পাঠ করাচ্ছেন। পরিবর্তিত ও নতুন পরিস্থিতিতে আমিরে জামায়াত সিদ্ধান্ত দিয়েছেন মহানগর ও জেলায় জেলায় গিয়ে শপথ করাবেন।
তিনি আরও বলেন, সংগঠনকে জীবনের যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে গুরুত্ব দিতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় নিজেকে আত্মনিয়োগ রাখতে হবে। নবী-রাসুলরাও শপথ করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। জীবন ও সমাজ আলোকিত করতে নিজেদের প্রতীজ্ঞা রক্ষা করতে হবে। যে কোনো মূল্যে অসহায় মানুষের কল্যাণে কাজ করতে হবে। আল্লাহর দ্বীনের দায়িত্ব পালনে প্রাণপণ চেষ্টা করার তাগিদ দেন তিনি।