ফেনীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৩তম বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়স্থ ইউনিটি প্রাঙ্গণে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পুলিশ সুপার জাকির হাসান।
ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় গৌরবের ১৪ বছরে পদার্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু, স্টার লাইন গ্রæপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও জেলা ডায়গনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ।
স্বাগত বক্তব্য রাখেন ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিটির ক্রীড়া সম্পাদক আজিজ আল ফয়সাল ও গীতা পাঠ করেন সংগঠন উত্তম কুমার নাথ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ আরিফুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন ও ইয়ুথ জার্নালিস্ট ফোরামের ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূঞা প্রমুখ।
এসময় ইউনিটির নেতৃবৃন্দ এবং সদস্য ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে ইউনিটি প্রাঙ্গণে এসে শেষ হয়।