খেলাধুলা ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে ডাক পেয়েছেন নবীন ক্রিকেটার ইয়াসির আলি রাব্বি, পারভেজ ইমন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদরা । এদের কেউ মূল স্কোয়াডে জায়গা পাবেন কি না- তা বলে দেবে সময়।
ওপরে যাদের নাম বলা হলো, তাদের কেউ ওয়ানডে দলে জায়গা পেলে তো কথাই নেই। কেউ জাতীয় দলে নাম লেখাতে না পারলেও সমস্যা নেই।
তবে এই সব উদ্যমী ও মেধাবি তরুণরা খুব শীঘ্রই নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ডের হাই পারফরমেন্স দল।
আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকা আসার কথা আইরিশ এইচপি বহরের। বিসিবির উচ্চপর্যায়ের এক দায়িত্বশীল সূত্র আজ (মঙ্গলবার) এ খবর নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, বাংলাদেশ সফরে স্থানীয় এএইচপি দলের সঙ্গে দীর্ঘ পরিসরের ও একদিনের সীমিত পরিসরের বেশ কয়েকটি ম্যাচে অংশ নিবে আইরিশ যুবারা।
এই সফরে বাংলাদেশের এইচপি দলের সঙ্গে চারদিনের, একদিনের ও ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আইরিশ তরুণরা। যেখানে থাকবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর একটি চারদিনের ম্যাচ।