সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পিত শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় শ্রদ্ধা নিবেদনে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সভাপতি সুভাষ চন্দ বাদল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, বিএফউজের নির্বাহী সদস্য নুরে জান্নাত আখতার সীমাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।