অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের শুক্রবারের (৪ ডিসেম্বর) ম্যাচ দুটির সূচির পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। তবে পরিবর্তিত সূচিতে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। একইভাবে এগিয়ে এসেছে দিনের দ্বিতীয় ম্যাচের সময়ও। সন্ধ্যা ৭টার পরিবর্তে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।
টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সময়ের পরিবর্তন শুধু ৪ ডিসেম্বরের ম্যাচের জন্যই।
প্রসঙ্গত, শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা। দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকা লড়বে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে।