বরিশাল ব্যুরো : সারাদেশের মতো বরিশালেও জাতীয় পতাকা বিক্রির ধুম লেগেছে। ডিসেম্বর মাসে মূলত বিজয় দিবসকে কেন্দ্র করেই এই পতাকা বিক্রির হিড়িক লেগে যায়। অফিস-আদালত, দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিজয় দিবসে পতপত করে উড়বে লাল-সবুজের পতাকা। বাড়ির ছাদে, বারান্দায়, গাড়িতে, গণপরিবহনে ছোট ছোট লাল সবুজের পতাকা উড়বে। নগরী রাস্তায় রাস্তায় বাঁশের সাথে ছোট বড় পতাকা বেঁধে বিক্রি করছেন মৌসুমি বিক্রেতারা। বিজয় দিবসকে সামনে রেখে পতাকা কিনছেন অনেকেই। সারাবছর অন্য পেশায় জীবিকা নির্বাহ করলেও ডিসেম্বর, ফ্রেরুয়ারি আর মার্চ মাসে অনেকে পতাকা বিক্রি করে জীবন ধারণ করেন। মূলত এই মাসগুলোতে পতাকা বেশি বিক্রি হয়। বরিশাল নগরীর চৌমাথা এলাকায় এক পতাকা বিক্রেতা সত্তার ফরাজির নামের সাথে কথা হলে তিনি বলেন,করোনায় বিক্রি কম হচ্ছে এ কারনে মাদারীপুর শিফচর থেকে মোট ১২ জন মৌসুমি পতাকা বিক্রেতা বরিশালে অবস্থান করেছেন,১০ টাকা থেকে শুরু করে ২০০ থেকে ২৫০ টাকা দামের পতাকা রয়েছে তার কাছে। বর্তমানে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি করতে পারেন বলে জানান। এর মধ্যে ২০০থেকে ৩০০ টাকা লাভ হয় বলে জানান। বিজয় দিবস যত ঘনিয়ে আসছে ততই পতাকা বিক্রি বাড়ছে বলে জানান এই পতাকা বিক্রেতা।
