বরিশাল ব্যুরো
শিশুর সঙ্গে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় নগরীর সাকির্ট হাউজের সভা কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান। এর আগে বরিশাল জেলা প্রশাসন ও শিশু একাডেমি আযোজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সার্কিট হাউজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বরিশাল জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ মজুমদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন,বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, ইউনিসেফ বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক আহমেদ। এছাড়া বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান অতিথিদের নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর উদ্বোধন করেন।

আফগানিস্তানকে এক কোটি টাকা মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ
ঢাকা প্রতিদিন অনলাইন || রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে বর্তমানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের