‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ পটুয়াখলীর দশমিনা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে শনিবার (২নভেম্বর) সকাল ১০টায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনার সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা সমবায় পরিদর্শক মোঃ ইমরান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, বিআরডিবি কর্মকর্তা এস.এম. আরিফুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুর রহমান সাহিন সহ সমবায় সমিতির অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিয়নের সমিতির সভপতি ও সাধারণ সম্পাদক সহ সদস্য গন।
আলোচনা শেষে উপজেলার সমবায় সংগঠন হিসাবে দশমিনা শ্রেষ্ঠ সম্মাননা প্রদান করা হয় উপজেলা শিক্ষক কর্মচারী কো-আপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এবং শ্রেষ্ঠ সংগঠক হিসাবে গ্রামীণ কো-অপারেটিভ এর সভপতি মোঃ মেজবাহ উদ্দিনকে। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।