মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আইনের শাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত :আসম রব সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে কাঁঠালিয়ায় ছাত্রদলের মশাল মিছিল বিক্ষোভ শেষে মিষ্টি বিতরণ, শ্রীপুরে বিএনপি নেতাকর্মীদের উল্লাস শেরপুরে শেখ হাসিনার মৃত্যুদন্ডে আনন্দ মিছিল ; মিষ্টি বিতরণ নবীনগরে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার-২ দায়িত্ব গ্রহণ করেছেন নবাগত ডিসি রায়হান কবির ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি সিলেট-৪ হাকিম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দাবিতে কোম্পানীগঞ্জে মিছিল প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলার আয়োজনে অপরাধ প্রবণতা কমে যাবে- মেজর হাফিজ মতলব উত্তরের সটাকী বাজারে আইসিডিডিআরবির জায়গা দখলমুক্তে উচ্ছেদ অভিযান বন্দরে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় লোহাগাড়া আলুঘাট সড়ক সংস্কার কাজ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম নান্দাইলের সন্তান গাজীপুরের ডিসি নান্দাইলে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর সাংবাদিকদের সাথে মতবিনিময় শেখ হাসিনার মৃত্যুদন্ড রায়: সালথায় বিএনপির আনন্দ মিছিল আত্রাইয়ে মাঠে মাঠে আমন ধানের শীষে দুলছে কৃষকের কাঙ্খিত স্বপ্ন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে: হাফেজ রাশেদুল বিএনপি নেতা এডভোকেট মির্জা আল মাহমুদ‘র বহিষ্কারাদেশ প্রত্যাহার শ্রীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উত্তরণ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৩ লাখ টাকা জরিমানা কমিউনিটি ব্যাংক-হোটেল দ্য কক্স টুডের ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি নগরকান্দায় স্কুল ফিডিং কর্মসুচীর শুভ উদ্বোধন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে  শেখ হাসিনার ফাঁসির রায়ে নগরকান্দায় আনন্দ মিছিল বিশ্বমানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবলকে বদলে দিচ্ছে টেকনো আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক চট্টগ্রাম -৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ’র পক্ষে লিফলেট বিতরণ নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি  এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা শেখ হাসিনার মৃত্যুদণ্ড সাবেক আইজিপি মামুনের পাঁচ বছর কারাদণ্ড

বাংলাদেশে খাদ্য অপচয়ের সংকট: জরুরি পদক্ষেপের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

বাংলাদেশে উৎপাদিত মোট খাদ্যের এক-তৃতীয়াংশের বেশি নষ্ট বা অপচয় হয়। এতে অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক ক্ষেত্রে মারাত্মক সংকট তৈরি হচ্ছে। গবেষণায় দেখা গেছে, দেশে উৎপাদিত খাদ্যের প্রায় ৩৪ শতাংশ নষ্ট হয়। এর কারণে ২৭ শতাংশ জমির উৎপাদিত খাদ্য মানুষের পাতে পৌঁছায় না। একই সঙ্গে এর ফলে ১৩ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যার আর্থিক মূল্য দাঁড়ায় জিডিপির ৪ শতাংশের সমান।

শনিবার রাজধানীর গুলশান-২–এর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ঢাকায় অবস্থিত রয়েল ডেনিশ দূতাবাস, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্বব্যাংক এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) যৌথভাবে ‘শূন্য খাদ্য অপচয়ের পথে: বাংলাদেশে একটি টেকসই খাদ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, “বাংলাদেশ এখনো অপুষ্টিতে ভুগছে, বিশেষ করে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। খাদ্যের বণ্টনও সমান নয়। তাই খাদ্য অপচয় রোধ করাই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের মূল পদক্ষেপ।” তিনি কৃষকদের জন্য সংরক্ষণ সুবিধা ও মূল্য নির্ধারণ প্রক্রিয়া উন্নত করার ওপর জোর দেন।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন বলেন, “খাদ্য অপচয়ের কারণে বাংলাদেশ মাটির উর্বরতা, অর্থ, পানি ও শ্রম হারাচ্ছে। এর ফলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

ডেনমার্ক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ডার্স কার্লসেন বলেন, “বিশ্বব্যাপী উৎপাদিত খাদ্যের এক-তৃতীয়াংশ নষ্ট হয়। শুধু খাদ্যই নয়, এর সঙ্গে নষ্ট হয় কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদও। তাই পদক্ষেপ নেওয়ার সময় এখনই।”

এফএও–এর ডেপুটি প্রতিনিধি দিয়া সানো বলেন, “বিশ্বে খাদ্য উৎপাদন বৈশ্বিক জনসংখ্যার চাহিদার ১.৫ গুণ হলেও অসম বণ্টন ও খাদ্য অপচয়ের কারণে এখনো কোটি কোটি মানুষ অনাহারে।”

ডব্লিউএফপি বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেসি উড জানান, গবেষণায় দেখা গেছে ফসল তোলার পর ৮-১৫ শতাংশ চাল এবং ২০-৪০ শতাংশ ফল ও সবজি নষ্ট হয়। এর আর্থিক ক্ষতি দাঁড়ায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “খাদ্য অপচয় শুধু অর্থনীতির ক্ষতি করছে না, পরিবেশকেও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, তাই খাদ্য অপচয় রোধ করা জরুরি।”

সম্মেলনে সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ, উন্নয়ন অংশীদার ও বেসরকারি খাতের প্রতিনিধিরা খাদ্য অপচয় কমাতে প্রযুক্তিগত ও অবকাঠামোগত সমাধান বাস্তবায়নের তাগিদ দেন।


এই বিভাগের আরো খবর