মৌলভীবাজার প্রতিনিধি :
প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। গত শনিবার শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত। দুর্ঘটনাকবলিত সাতটি ট্যাংকারে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরারতের পর গতকাল রোববার বেলা ১১ টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন আখাউড়া থেকে বগিমেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ট্যাংকারগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর গতকাল রোববার বেলা ১১টায় পুনরায় চালু হয়েছে ট্রেন চলাচল।
শ্রীমঙ্গল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি চট্টগ্রাম থেকে কেরোসিন ও ডিজেল নিয়ে সিলেট যাচ্ছিল। এতে সাতটি ট্যাংকারে মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের প্রায় দেড় লাখ লিটার কেরোসিন ছিল। এই দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

সাবেক এমপি নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড
ঢাকা প্রতিদিন অনলাইন || দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।