কুষ্টিয়াপ প্রতিনিধি: নির্বাচন নিয়ে যাদের আমলনামায় এমন অসংখ্য অভিযোগ রয়েছে সেই বিএনপির অন্যের সমালোচনা করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতালের নতুন বর্ধিত অংশ, ২০ শষ্যার দুটি ওয়ার্ড ও আধুনিক ল্যাবরেটরি উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন।
এ সময় হানিফ আরো বলেন, জনবিচ্ছিন্ন বিএনপির লক্ষ্য একটাই। তারা যে কোন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নানান কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চান।
অপর এক প্রশ্নের জবাবে, হানিফ বলেন, স্থানীয় সাংসদের সাথে ব্যক্তি বিরোধের জেরে মির্জা ফখরুল যে কথা বলেছেন তা সামগ্রিক মাঠের চিত্র বলা যায় না। আর এটাকে নিয়ে কেউ যদি আত্মতুষ্টি পায় তবে তারা সেটা নিয়েই থাকুক।
এ সময় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতালের সভাপতি মতিউর রহমান লাল্টু, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা বিএমএ’র সভাপতি ডাক্তার মুসতানজিদ, কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টরলিন, ব্যারিস্টার তুরিন আফরোজ উপস্থিত ছিলেন।